Birbhum: নিজে বসে দলের প্রার্থী তালিকা ঘোষণা অনুব্রতর, জানালেন ‘খেলা হবে’

0
3

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর একটি জায়গায় বিক্ষোভ দেখা দেয়। শনিবার, বিকেলে নিজেই দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলের (Tmc) বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। একই সঙ্গে ঘোষণা করেন পূর্ব বর্ধমানের গুসকরার পুরভোটের প্রার্থী তালিকা। আর সেখানে অনুব্রত বলেন, পুরভোটেও “খেলা হবে”।

এবার পুরভোটে হকি খেলা হবে বলে এদিন সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন তৃণমূল জেলা সভাপতি। হকি খেলাটা বেশ ভাল হয়। সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করেন, “হকি হলেই ভাল হবে, না? হকিই খেলা হোক তা হলে।” অর্থাৎ এবার হকি খেলা হবে পুরভোটে। কিন্তু কোনও নিয়মে সে খেলা এগোবে, তা পুরোদমে ভোট প্রচার শুরু হলেই টের পাওয়া যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন, সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, বোলপুর, সাঁইথিয়া ও পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। অনুব্রত বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন মূলক কাজের উদাহরণই এবার ভোটে একমাত্র ইস্যু। “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভরসা করেই ভোটে জয় হবে”- আশা বীরভূমের কেষ্টদার।

আরও পড়ুন- Lata Update: সারাদেশে লতার আরোগ্য কামনা: হাসপাতালে আশা, প্রধানমন্ত্রীর বার্তা জানালেন পীযূষ গোয়েল