facebook-meta : শেয়ার বাজারে ধস ফেসবুক-মেটার, ধনীতালিকা থেকে নাম সরল জুকেরবার্গের

0
3

এক ধাক্কায় অনেকটাই পড়ে গেল ফেসবুকের  মালিক সংস্থা মেটা প্ল্যাটফর্মস (facebook-meta) ইঙ্কের শেয়ার দর।  মার্কিন শেয়ার বাজারে বৃহস্পতিবার এর দর পড়ল প্রায় ২৬ শতাংশ। যাকে কার্যত রেকর্ড পতনই বলা যায়। এখনও পর্যন্ত ফেসবুক কোম্পানির শেয়ারে এটাই সবথেকে বড় পতন।  আর  শেয়ার বাজারে এই পতনের  জেরে বেশ বড়সড় প্রভাব দেখা গিয়েছে ফেসবুক মেটা প্ল্যাটফর্মস-এর সিইও মার্ক জুকেরবার্গের সম্পত্তিতে। ২০১৫ সালে বিশ্বের  ধনীশ্রেষ্ঠদের  তালিকার  একেবারে শীর্ষে চলে এসেছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। কিন্তু  শেয়ার বাজারে ব্যাপক পতনের জেরে এই প্রথম বিশ্বের অন্যতম ধনীদের তালিকার বাইরে চলে যেতে হল জুকেরবার্গকে। ব্লুমবার্গ বিলিওনেয়ারস ইনডেক্স  তথা বিবিআই (bloomberg billionaires index)অনুসারে, জুকারবার্গের সম্পত্তি ২ ফেব্রুয়ারিতে কমে হয়েছে ৯৭ বিলিয়ন ডলার।