ধূপগুড়িতে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা, জখম বেশ কয়েকজন

0
1

শুক্রবার সকালে ধূপগুড়িতে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে।  জখম হয়েছেন বেশ কয়েকজন। তবে কেউই সঙ্কটজনক নয় বলে পুলিশসূত্রে জানানো হয়েছে। শুক্রবার সকালে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান ধূপগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ঠিক উল্টো দিক থেকে আরেকটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে ধূপগুড়ির দিকে আসছিল। ধূপগুড়ি রেল স্টেশনের কাছে আসতেই  নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে শিলিগুড়ির দিক থেকে আসা পিকআপ ভ্যানটি ধাক্কা মারে মুরগি বোঝাই গাড়িতে।  মুহূর্তেই গাড়িটি উল্টে যায়। ভিতরেই আটকে যান চালক ও তাঁর সঙ্গী। স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে প্রাথমিক উদ্ধারকার্যে হাত লাগান।  দুর্ঘটনার জেরে গাড়ির সামনের অংশ এমনভাবে ভেঙে গিয়েছিল যে তাদেরকে বের করে আনা খুব একটা সহজসাধ্য ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে চলে চেষ্টা।  গ্যাস কাটার দিয়ে দরজা ও গাড়ির সামনের অংশ কেটে তাঁদেরকে বার করে আনা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ধূপগুড়ি হাসপাতালে পাঠানো হয়।