১৬ ফেব্রুয়ারি থেকে ইডেনে ( Eden) বসতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ( India-west indies) তিন ম্যাচের টি-২০ (T-20) সিরিজের আসর। সেই তিন ম্যাচের টি-২০ সিরিজ দর্শকশূন্য রাখার চিঠি এখনও পায়নি সিএবি (Cab)। শুক্রবার বিকেলে এমনটাই জানালেন সিএবি প্রেসিডেন্ট (CAB President)অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya)। তিনি জানিয়েছেন এই বিষয়ে কোনও চিঠি এখনও বিসিসিআইয়ের (Bcci) তরফ থেকে পায়নি।
শুক্রবারই এক সংবাদমাধ্যমে বিসিসিআই প্রধান ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly) জানিয়েছিলেন, ইডেন দর্শকশূন্য থাকবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়। আর এই খবর নাকি সংবাদমাধ্যমের থেকে জানতে পারেন সিএবি প্রধান অভিষেক ডালমিয়া। এই নিয়ে তিনি বলেন, “সংবাদমাধ্যমে জানলাম ইডেনে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে তিনটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হওয়ার কথা সেখানে দর্শক থাকতে পারবে না। তবে আমরা এখনও পর্যন্ত বোর্ডের তরফে কোনও চিঠি পাইনি। তাই এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেব না।”
১৬, ১৮ এবং ২০ ফেব্রুয়ারি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তিনটি টি-২০ ম্যাচের আসর বসতে চলেছে ইডেনে। তার আগে তিন ম্যাচের একদিনের সিরিজ বসতে চলেছে আমেদাবাদে। সেই একদিনের সিরিজে দর্শক থাকবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:Sourav Ganguly: ‘আমি সেই কাজটাই করি যা BCCI-এর সভাপতির করা উচিত’: সৌরভ