মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলার দিনই ঝামেলা বাধল বেলুড়ের লালবাবা কলেজে । কলেজের সরস্বতী পুজো কাদের দখলে থাকবে তা নিয়ে বিরোধের সূত্রপাত (Lalbaba college clash)। বচসা হাতাহাতিতে পৌঁছয়। কলেজ চত্বরের মধ্যেই ব্যাপক মারধর করা হয় এক ছাত্রী ও ছাত্রকে । পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
বিপত্তি বাধে শনিবারের সরস্বতী পুজোর দায়িত্ব নিয়ে। কলেজের প্রাক্তন এক ছাত্রনেতা ও তাঁর অনুগামীরা ভিতরে ঢোকার চেষ্টা করলে বর্তমান পড়ুয়ারা তাঁদের বাধা দেন। তা নিয়েই দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।
করোনাকালে কলেজ সংসদের নির্বাচনও হয়নি। মনোনীত সদস্য নিয়ে সংসদ গঠন হলেও এই কলেজে এখনও কমিটি তৈরি হয়নি। কলেজ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজো নিয়ে বুধবার অধ্যক্ষ সঞ্জয় কুমারের সঙ্গে ছাত্রদের একটি বৈঠক ছিল। সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদ এখানে একটি ইউনিট গড়ে।











































































































































