গালওয়ান সীমান্তে হামলাকারী সেনার হাতে অলিম্পিক্সের মশাল, শীতকালীন অলিম্পিক্স বয়কট করল ভারত

0
1

শীতকালীন অলিম্পিক্স (Winter Olympics 2022) উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান বয়কট করল ভারত (India)। বৃহস্পতিবার এমনটাই জানান হল ভারত সরকারের পক্ষ থেকে।

২০২০ সালে ভারতের গালওয়ান সীমান্তে হামলাকারী এক সেনা জওয়ানকে শীতকালীন অলিম্পিক্সে মশাল বাহকের মর্যাদা দেয় চিন। ক্রীড়াবিদদের পরিবর্তে অন্য দেশের উপর হামলাকারী এক সেনা জওয়ানকে কেন অলিম্পিক্সে মশাল বাহক করা হল, এর প্রতিবাদে  শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান বয়কট করল। এদিন ভারত জানিয়ে দেয়, থাকবে না দেশের কোনও প্রতিনিধি।

এদিন এই নিয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিক সম্মেলন করে বলেন, “চিন যে ভাবে অলিম্পিক্সে রাজনীতির রঙ চাপাল, তা নিন্দনীয়। বেজিং অলিম্পিক্সের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দল অংশগ্রহণ করবে না।”

শুক্রবার চিনে শীতকালীন অলিম্পিক্সের উদ্বোধন হতে চলেছে। যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের শীতকালীন অলিম্পিক্সে ভারতের একজনই খেলোয়ার ছিলেন, তিনি হলেন আরিফ খান।

আরও পড়ুন:Ms Dhoni: নতুন লুকে মাহি, মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়