রাজ্য বিজেপির ক্ষোভ- বিক্ষোভ এবং অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর থেকেই কার্যত অপাঙক্তেয় হয়েছেন বিজেপির বিশিষ্ট নেতারা। এমতাবস্থায় সংঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন বিজেপি সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী। আর এই খবর জানাজানি হতেই দলের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন:Mamata: দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির উদযাপন, ১ সেপ্টেম্বর শ্যামবাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা: মুখ্যমন্ত্রী
বিজেপি নতুন রাজ্য কমিটি ঘোষণার পরেই রাজ্য বিজেপির টালমাটাল অবস্থা। বিক্ষোভ এতটাই তীব্র হয়েছে যে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কাছে পর্যন্ত নালিশ গিয়েছে। দলের মধ্যে ফাটল চওড়া হতেই বহু জেলায় দলীয় কার্যালয়েও তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। আদি-নব্য বিজেপির এই চরম সংঘাতে অমিতাভ চক্রবর্তীকে কাঠগোড়ায় তুলেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
সূত্রের খবর, শিলচর থেকে কলকাতায় পৌঁছনোর পরই ভাগবতের সঙ্গে দেখা করেন অভিতাভ চক্রবর্তী। তবে মোহন ভাগবতের সঙ্গে তাঁর ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছুই জানা যায়নি। যদিও সূত্রের খবর, সংক্ষেপে গোটা বিষয়ের সারবস্তু সংঘপ্রধানকে জানিয়েছেন অমিতাভবাবু। সমস্যা মেটাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন ভাগবত। তবে অন্যবারের মতো এবারের সফরে সংঘের সর্বভারতীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক ছাড়া সমাজের কোনও বিশিষ্টজনের সাক্ষাৎ হয়নি ভাগবতের।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.