পৈতৃক বাসভবন বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachhan)। বিশ্বস্ত সূত্রে খবর বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী এই বাংলোটি কিনে নিয়েছেন। মুম্বইতে মোট ছ’টি প্রাসাদোপম বাড়ি ছিল বচ্চন পরিবারের। তার মধ্যে এই বাড়িটি সবথেকে পুরনো । বাংলোটির নাম ‘সোপান’ । দক্ষিণ দিল্লির গুলমোহর পার্কের ওই বাড়িটিতে থাকতেন বিগ বি-র বাবা-মা হরিবংশ রাই বচ্চন এবং তেজি বচ্চন। অমিতাভর নিজের ছোটবেলাও কেটেছিল এই বাড়িতেই। বলিউড সূত্রে খবর ‘সোপান’ নামের ওই বাংলোটি বিক্রি হয়েছে ২৩ কোটি টাকায়। জানা গিয়েছে, ১৯৮০ সাল পর্যন্ত এই বাংলোতে অমিতাভর বাবা হরিবংশ রাই বচ্চনের কবিতার আসরও বসত।
৪১৮.০৫ বর্গমিটার এলাকার এই বাংলোটি কিনেছেন বচ্চন পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বেসরকারি ইস্পাত সংস্থার সিইও অবনী বাদর। বিগ বি এবং অবনী দুজনেই একই পাড়য় থাকতেন। সোপান ছাড়াও মুম্বইয়ের জুহুতে এখনও পাঁচটি প্রাসাদোপম বাংলো রয়েছে অমিতাভের। জনক’, ‘জলসা’, ‘প্রতীক্ষা’, ‘বৎস’, ‘আম্মু’।































































































































