Gautam Gambhir: কে এল রাহুলকে নিয়ে কী বললেন লক্ষনৌ দলের মেন্টর গৌতম গম্ভীর?

0
1

চলতি বছর থেকে ১০ দলে হতে চলেছে আইপিএল ( Ipl)। লক্ষনৌ সুপার জায়েন্টসের ( Lucknow Super Giants) হয়ে চলতি আইপিএলে খেলতে চলেছেন কে এল রাহুল ( Kl Rahul)। প্রায় ১৭ কোটি টাকা দিয়ে রাহুলকে নিয়েছে লক্ষনৌ। তবে এই দামটা রাহুলের জন্য চাপ হবে না বলেই মত লক্ষনৌ দলের মেন্টর গৌতম গম্ভীরের।

এদিন গম্ভীর বলেন,”সাপোর্ট স্টাফদের কাজ হবে রাহুলকে চিন্তা মুক্ত রাখা। রাহুলের চাপ টাকা নয়, ভাল খেলা। ভালো খেলাই এখন লক্ষ‍্য রাহুলের।”

একই কথা বলেন লক্ষনৌর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেন, “রাহুলকে অধিনায়ক করা নিয়ে খুব বেশি ভাবতে হয়নি। আমরা ওকে বলি এবং ও রাজি হয়ে যায়। ও খুব ঠাণ্ডা মাথার ছেলে। খুব বেশি জাহির করে না নিজেকে, আমিও এরকমই।”

আরও পড়ুন:India Team: কলকাতায় দর্শক থাকলেও, আমেদাবাদে দর্শকশূন‍্য স্টেডিয়ামে খেলবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা