শুধু বেসুরো নয়, আগেই ত্রিপুরার বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন আগরতলার বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। তার মাঝেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সুরমার বিধায়ক আশিস দাস। এবার বিজেপি সরকারের বিরুদ্ধে শাসকদলেরই ৪ বিধায়ক সরাসরি মুখ খুললেন। এবং এই চার বিধায়ক সুদীপ রায় বর্মনের ঘনিষ্ঠ বলেই পরিচিত ত্রিপুরা রাজ্য রাজনীতিতে।

আশিস সাহা, দিবাচন্দ্র রাংখল, বুর্বমোহন ত্রিপুরার মতো বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। রাজ্যের প্রতিটি জেলায় সরকারের বিরুদ্ধে বৈঠক করছেন বিক্ষুব্ধ বিধায়করা। তাঁদের বিজেপি ত্যাগ এখন শুধু সময়ের অপেক্ষা। সবমিলিয়ে ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে চরম বিপাকে গেরুয়া শিবির।

অঙ্ক বলছে, সুদীপ রায় বর্মন সহ এই চার বিক্ষুব্ধ বিধায়ক বিজেপি ছাড়লেই বিপ্লব দেব সরকার টিকে গেলেও বিজেপির পক্ষে একক সংখ্যা গরিষ্ঠ থাকবে না। সেক্ষেত্রে শরিক আইপিএফটির উপর নির্ভর করেই বাকি সময়টা সরকার চালাতে বিপ্লব দেবকে। নির্ভর করতে হবে। যা কিন্তু একেবারেই অশনি সঙ্কেত।
আরও পড়ুন- Accident: দুর্ঘটনার কবলে মন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রীর গাড়ি, আহত ৩

































































































































