মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবে ( EastBengal Club) পালন করা হল সুভাষ ভৌমিকের ( Subhash Bhowmick) স্মরণসভা। সেই স্মরণ সভায় উপস্থিত ছিলেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), মেয়র ববি হাকিম ( Boby Hakim), বিধায়ক দেবাশিস কুমার-সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা। ছিলেন সুভাষ ভৌমিকের স্ত্রী শুক্লা ভৌমিকও।
এদিন ইস্টবেঙ্গল ক্লাবে সুভাষ ভৌমিকের স্মৃতিচারণায় তাঁর উদ্দেশে বক্তব্য রাখেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাশ, ববি হাকিমরা। সেখানেই তাঁরা জানান সুভাষ ভৌমিকের নামে একটি পার্ক তৈরি করা হবে দক্ষিণ কলকাতায়। এই অনুষ্ঠানে মোহনবাগানের তরফে উপস্থিত ছিলেন সত্যজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও আশিয়ান জয়ী দলের অ্যালভিটো ডি কুনহা, দেবজিৎ ঘোষরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার আইএম বিজয়ন, শ্যাম থাপা, মনোরঞ্জন ভট্টাচার্য, সমরেশ চৌধুরী, সুকুমার সমাজপতি-সহ অনেকেই। ছিলেন বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ও। অনুষ্ঠানে ভিডিওর মাধ্যমে সুভাষ ভৌমিকের স্মৃতিচারণ করা হয়। সেখানে তাঁর কোচিং-এর বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়। সুভাষ ভৌমিকের স্ত্রী শুক্লা ভৌমিক, ক্রীড়ামন্ত্রী এবং আরও বিশিষ্ট জনেরা মাল্যদান করেন।
এদিন সুভাষ ভৌমিকের স্মরণসভায় জানান হল ইস্টবেঙ্গল ক্লাবে তৈরি করা হবে সুভাষ ভৌমিকের নামে একটি ক্লিনিক। এছাড়াও মরণোত্তর দ্রোণাচার্য পুরস্কারের জন্য তাঁর নাম প্রস্তাব করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও নার্সারিতে সেরা ফুটবলারকে সুভাষ ভৌমিকের নামে পুরস্কার দেওয়া হবে।