বাজেট ঘোষণার ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৮৪৮ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

0
9

?সেনসেক্স ৫৮,৮৬২.৫৭ (⬆️ ১.৪৬%)

?নিফটি ১৭,৫৭৬.৮৫ (⬆️ ১.৩৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও ওমিক্রন আতঙ্কে শেয়ারবাজার বড়সড় ধাক্কা খেলেও বাজেট ঘোষণার পর সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। মঙ্গলবার ৮৪৮ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২৩৭ পয়েন্ট।

মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৮৪৮ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৮৪৮.৪০ পয়েন্ট বা ১.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৮৬২.৫৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ২৩৭.০০ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৫৭৬.৮৫।

আরও পড়ুন:রাজ্যগুলিকে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ, বাজেটে বড় ঘোষণা নির্মলার

এ দিন যেসকল কোম্পানিগুলির শেয়ার ব্যাপক বৃদ্ধি পেয়েছে তা হল, ইন্ডাসিন্ড ব্যাংক, এশিয়ান পেইন্টস,বাজাজ ফিনান্স, কোটাক ব্যাংক, পেটিএম, আইআরসিটিসি, উইপ্রো, ফেডারেল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই, ফার্স্ট ব্যাংক, আইডিএফসি, সান ফার্মা, টিসিএস, ভারতী এয়ারটেল। এদিকে শেয়ারের দাম কমেছে- আইটিসি, ড. রেড্ডিস, মারুতি, হিরো মোটর্স, টিভিএস।