গত দশ বছরে সেরা অর্থমন্ত্রী কে? বাজেট পেশের আগে থেকে এনিয়ে চলছে জোর চর্চা শুরু হয়েছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সেরার তালিকায় উঠে এসেছে প্রণব মুখোপাধ্যায়ের নাম।

আরও পড়ুন:Budget: পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি বিনিয়োগ, কেন্দ্রীয় বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলার

একটি সর্বভারতীয় সমীক্ষায় দেখা গিয়েছে,বিগত দশ বছরে দেশের সেরা অর্থমন্ত্রীর তালিকায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর পরই স্থান পেয়েছেন অরুণ জেটলি। একেবারে তৃতীয় স্থানে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছেন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং চতুর্থ স্থানে রয়েছেন পি চিদাম্বরম।

সমীক্ষায় দেখা গিয়েছে বাকি তিনজনের তুলনায় অনেকটাই এগিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন অর্থমন্ত্রী। প্রণব মুখোপাধ্যায়কে অর্থমন্ত্রী হিসাবে পছন্দ করেন ৪০ শতাংশ মানুষ। অন্যদিকে মোদি জমানার বর্তমান অর্থমন্ত্রী পেয়েছেন মাত্র ১৯ শতাংশ মানুষের ভোট। তারও কম ভোট পেয়েছেন পি চিদাম্বরম।

মনমোহন জমানায় প্রাক্তন অর্থমন্ত্রী হিসাবে সবসময়ই জনপ্রিয় ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ২০০৯ সালের ৬ জুলাই তিনি বাজেট পেশ করেন। তাঁর বাজেটে উল্লেখযোগ্য ছিল, ফিঞ্জ বেনেফিট কর ও কমোডিটিজ ট্রানজাকশান করের মুকুব। এছাড়াও তিনি পণ্য ও পরিষেবা নামে কর চালু করেন । যা সব মহলেই বেশ প্রশংসা কুড়িয়েছিল। এছাড়াও জাতীয় উন্নয়ন কর্মসূচি, শিশুকন্যাদের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে তাঁর বাজেটে অর্থ বরাদ্দ ছিল উল্লেখযোগ্য।
 
 
 
 
 
 
 
 
 
 
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































