আজ, মঙ্গলবার সংসদে বাজেট পেশ করবে কেন্দ্রীয় সরকার। কোভিড পরিস্থিতিতে দ্বিতীয়বারের জন্য কাগজবিহীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সকাল ১১টায় এ নিয়ে পর পর চার বছর বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন:বান্ধবীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেফতার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে মাথায় রেখেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তাই কোভিড কালে অর্থনীতিকে চাঙ্গা করতে থাকবে কিছু মাস্টারস্ট্রোক। কী কী বিষয়ের ওপর নজর থাকছে ২০২২-এর ভোটে ?
১.অতিমারি পর্বে ভেঙ্গে পড়া অর্থব্যবস্থাকে চাঙ্গা করতে স্কোরবোর্ডে কতটা রান করেন নির্মলা তা এখন দেখার। সেখানে বিনিয়োগের কী কী দিশা দেখাবেন অর্থমন্ত্রী , সেই দিকে লক্ষ্য থাকবে।
২.চাকরির সুযোগ বৃদ্ধির দিকে লক্ষ্য রয়েছে।যা আগামী প্রজন্মকে দিশা দেখাবে।
৩. ক্ষুদ্র ও বাজেট শিল্পের জন্য নতুন কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে কত ব্যয় করা হবে তাও নজরে থাকবে।
৪. মানুষের হাতে টাকার জোগান বাড়াতে আয়করে ছাড় দিতে পারেন নির্মলা।ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলে শুল্ক কমানো হয়েছে। অথচ বিলগ্নকরণ থেকে যতটা টাকা তুলবেন বলে ভেবেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এয়ার ইন্ডিয়া বিক্রি করেও তার ধারেকাছেও পৌঁছতে পারেননি। এখন রয়েছে জীবন বিমা বা এলআইসি ।
৫. জনস্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তাও নজরে থাকবে।
৬.যেহেতু উত্তরপ্রদেশের ভোটব্যাঙ্ক কৃষকভিত্তিক ও গ্রামীণ। সেদিকে তাকিয়ে কৃষকদের জন্য কী কী সুবিধা থাকছে এই বাজেটে, তা দেখার।
৭. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে। মূলত মধ্যবিত্তের হেঁসেলের জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাও নজরে থাকছে। হেঁসেলে যেভাবে আগুন লেগেছে, তার কী প্রতিকার? রান্নার গ্যাস থেকে ভোজ্য তেল থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে।
৮. শিক্ষাব্যবস্থায় কী পদক্ষেপ নেওয়া হয় তাও দেখার।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.