কল্যাণীর জেএনএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য

0
2

কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন! মঙ্গলবার রাতে হঠাৎ করে আগুন লেগে যায় হাসপাতালে। আগুন লেগে যাওয়ার কারনে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের জরুরি পরিষেবা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। পুরোদমে চলছে আগুন নেভানোর কাজ। হাসপাতাল সূত্রে খবর, আইসোলেশন ওয়ার্ডে আগুন লাগে। যদিও সেখানে একজন রুগী ছিল। তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে দমকল। সাময়িকভাবে ব্যাহত পরিষেবা।

এ দিকে আগুন ছড়িয়ে পড়তেই হাসপাতালের জরুরি বিভাগ দ্রুতি খালি করে দেওয়া হয়। অন্যদিকে,  আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি বিভাগ-সহ হাসপাতালের একাংশ বিদ্যুৎহীন করে দেওয়া হয়। কাজ করতে শুরু করেন দমকল কর্মীরা। তাঁরা আইসোলেশন ওয়ার্ডের জানালার কাঁচ ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করেন। এই পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার। দ্রুতই জরুরি পরিষেবা শুরু করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন- Accident: দুর্ঘটনার কবলে মন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রীর গাড়ি, আহত ৩