জোর কদমে চলছে খানাকুল (Khanakul) দু’নম্বর ব্লকের সঙ্গে হাওড়া জেলার আমতার যোগাযোগকারী মুচিঘাটা ব্রিজের (Bridge) কাজ। পাঁচ বছর এই কাজ বন্ধ থাকার পর ফের এই ব্রিজের কাজ নতুন করে শুরু হয়েছে। শনিবার, এই ব্রিজের কাজ পরিদর্শনে যান হুগলি জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় (Subir Mukherjee)।

এপ্রসঙ্গত উল্লেখযোগ্য এই মুচিঘাটা সেতুর কাজ সূচনা করেন প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ই ব্রিজের উপর কংক্রিটের কাজ শেষ করতে গেলে মিক্সিং প্যান্ট থেকে বড় গাড়িতে করে মাল আনতে হবে। সেইজন্য হাওড়া হুগলি সংযোগকারী মুচিঘাটা কাঠের ব্রিজের পরিবর্তে পাশে পূর্ত দফতরের নতুন ব্রিজ নির্মাণ করছে কিন্তু সেই কাজ শেষ হতে দেরি হওয়ায় কাঠের ব্রিজের পাশে অস্থায়ী ভাবে মাটি এবং বালি দিয়ে রাস্তা নির্মাণ করে মিক্সিং প্লান্ট থেকে কংক্রিট নিয়ে আসার ব্যবস্থা চলছে। সামগ্রিকভাবে জোরকদমে মুচিঘাটা সেতুর কাজ চলছে। আগামী তিন মাসের মধ্যে এই ব্রিজের কাজ শেষ করার জন্য হুগলি জেলা পরিষদ জোরকদমে নেমেছে।
আরও পড়ুন:Pegasus: সংসদে মিথ্যে বলেছে কেন্দ্র, স্পিকারের কাছে পদক্ষেপের আবেদন সৌগতর












































































































































