বুধবার আইএসএলের ( ISL) পরবর্তী ম্যাচে চেন্নাইয়ান এফসির (Chennaiyin fc) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল ( Sc Eastbengal)। এখনও পযর্ন্ত চলতি লিগে একটি মাত্র জয়। প্রতি ম্যাচে বারবার প্রশ্ন উঠেছে দলের ডিফেন্স নিয়ে। আর তাই আইএসএলের বাকি ম্যাচ গুলোতে দলের ডিফেন্স পোক্ত করতে ডিফেন্ডার নাওচা সিংকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। সোমবার এমনটাই জানাল লাল-হলুদ ম্যানেজমেন্ট।
এদিন লাল-হলুদে সই করে নাওচা বলেন,” “আমি ভীষণ খুশি এই দলে সই করে। আমি জানি এটি একটি বেশ মর্যাদাপূর্ণ ক্লাব এবং বেশ সুদীর্ঘ ইতিহাস আছে। আমি এই মরশুমের শেষ অবধি টিমকে সাহায্য করতে চাই।”
🚨𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨
We are happy to announce the arrival of I-League winning defender 𝐍𝐚𝐨𝐜𝐡𝐚 𝐒𝐢𝐧𝐠𝐡, on loan from Mumbai City FC till the end of the 2021-22 Hero Indian Super League season.#JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/6hrFQhpL5R
— East Bengal FC (@eastbengal_fc) January 31, 2022
ইস্টবেঙ্গলে নাওচা আসায় লাল-হলুদ কোচ মারিও রিভেরা বলেন,” নাওচা খুবই ভালো ফুটবলার। ও এসসি ইস্টবেঙ্গলে আসায় খুব খুশি।”
আরও পড়ুন:Rafael Nadal: ‘দেড় মাস আগেও জানতাম না কোর্টে ফিরতে পারব’, ট্রফি হাতে বললেন নাদাল