Novak DJokovic: নাদালকে শুভেচ্ছা জোকোভিচের

0
9

রবিবার অস্ট্রেলিয়ান ওপেন ( Australian Open)  চ‍্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর থেকেই রাফায়েল নাদালের জন্য বইছে শুভেচ্ছার বন্যা। শুধু টেনিস নয়, বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছার বন‍্যায় ভাসছেন রাফা। আর এবার নাদালকে শুভেচ্ছা জানালেন নোভাক জোকোভিচ।

এদিন সোশ্যাল মিডিয়ায় জোকোভিচ বলেন,” ২১তম গ্র্যান্ড স্ল্যামের জন্য অনেক অভিনন্দন নাদাল। অসাধারণ কৃতিত্ব তোমার। তোমার লড়াকু মানসিকতা বরাবরই আমাকে অনুপ্রাণিত করে। আরও একবার তা দেখতে পেলাম।”

শুধু নাদাল নয় ফাইনালে হেরে যাওয়া মেদভেদের উদ্দেশেও শুভেচ্ছা বার্তা পাঠান জোকোভিচ। তিনি লেখেন,” কোর্টে তুমি নিজের সেরাটা দিলে। যে আগ্রাসন এবং দৃঢ়তা তোমার কাছ থেকে প্রত্যাশিত ছিল সেটাই দেখা গেল।”

আরও পড়ুন:Sc EastBengal: ডিফেন্সে জোর বাড়াতে নাওচা সিংকে সই করাল এসসি ইস্টবেঙ্গল