করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী কাজল। সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের শারিরীক অসুস্থতার কথা জানান।

আরও পড়ুন:Surajit Sengupta: ভেন্টিলেশনে সুরজিৎ সেনগুপ্ত
রবিবার ইনস্টাগ্রাম মেয়ে নিয়াশার ছবি পোস্ট করেছেন কাজল। মেহেন্দি হাতে মেয়ের ছবির ক্যাপশনে কাজল জানান নিজের ছবি পোস্ট করতে পারছেন না। কারণ সর্দিতে কাবু তিনি। তাই নিজের ছবি পোস্ট করছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত আইসোলেশনেই রয়েছেন তনুজা-তনয়া। তাই মেয়েকে মিস করছেন তিনি।
তাঁর আগামী ছবি ‘দ্যা লাস্ট হুরেই’ ছবির কাজে এতদিন ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তবে আপাতত বন্ধ সব কাজ। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর করোনা আক্রান্তের খবর পেতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগী এবং সহকর্মীরা।


































































































































