Rafael Nadal: অস্ট্রেলিয়ান ওপেন চ‍্যাম্পিয়ন নাদাল, ২১টি গ্র্যান্ডস্ল্যাম জেতার নজির গড়লেন তিনি

0
3

অস্ট্রেলিয়ান ওপেন ( Australian Open) চ‍্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করলেন রাফায়েল নাদাল ( Rafael Nadal)। প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। টপকে গেলেন রজার ফেডেরার, নোভাক জোকোভিচকে ।

একেই বলে দুরন্ত ক‍ামব‍্যাক। দাঁতে দাঁত চেপে লড়াই করে একেবারে জয় ছিনিয়ে নেওয়া। রবিবার রাশিয়ান তারকা ড্যানিল মেদভেদেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ‍্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। ম‍্যাচের ফলাফল ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে। এই জয়ের ফলে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন তিনি।ম‍্যাচে এদিন চলল প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে লড়াই। প্রথম দুটি সেটে মেদভেদেভ যেন খেলেন অনবদ্য। বেশ কয়েকবার নাদালের সার্ভিস ব্রেক করেন তিনি। দ্বিতীয় সেটে নাদাল কামব্যাক করার চেষ্টা করলেও শেষ অবধি টাইব্রেকারে সেট জিতে নেন মেদভেদেভ। কিন্তু তারপরই দুরন্ত কামব‍্যাক করেন নাদাল। তৃতীয় সেট থেকে জ্বলে ওঠেন তিনি। চতুর্থ সেটের তৃতীয় গেমে মেদভেদেভের সার্ভিস ব্রেক করেন, যদিও মেদভেদেভ লড়ার চেষ্টা করেন, কিন্তু শেষ অবধি সেট জিতে নেন রাফা। আর পঞ্চম সেটে দুর্দান্ত লড়াই চালিয়ে যান দুজনেই। কিন্তু শেষের দিকে নাদাল যেন উড়িয়ে দিলেন মেদভেদেভকে। শেষ অবধি ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫ ফলে জয়লাভ করেন নাদাল। আর এরফলে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ডস্ল্যাম জেতার নজির গড়লেন রাফায়েল নাদাল।

আরও পড়ুন:Surajit Sengupta: ভেন্টিলেশনে সুরজিৎ সেনগুপ্ত