Train Incident: ফের ট্রেনে শ্লীলতাহানি! নদিয়ায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা মহিলাকে, ধৃত ১

0
2

ফের চলন্ত ট্রেনে শ্লীলতাহানির (Assault) পর ধাক্কা দিয়ে ফেলা হল মহিলাকে। শনিবার, ঘটনাটি ঘটেছে রানাঘাট-বনগাঁ শাখার গাংনাপুরের (Gangnapur) কাছে। অভিযোগ, রায়নগর স্টেশনে ট্রেন ঢোকার আগে দুই যুবক মহিলাকে উত্যক্ত করেন। প্রতিবাদ করায় চলন্ত ট্রেন (Train) থেকে নিগৃহীতাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। প্ল্যাটফর্মে পড়ে যান মহিলা। তাঁকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীরা। গুরুতর আহত অবস্থায় জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ১ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরেক অভিযুক্ত পলাতক।