Fire: পুরীগামী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড! চলন্ত ট্রেনে হঠাৎ ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা

0
2

চলন্ত ট্রেনে (Train) দাউ দাউ করে জ্বলছে আগুন (Fire)! ধোঁয়া দেখে আতঙ্কিত যাত্রীরা। পুরীগামী(Puri) ট্রেনে (train) ঘটল এই অগ্নিকাণ্ড। জানা যায় শনিবার সকালে মহারাষ্ট্রের (Maharashtra) নান্দুবার স্টেশনের কাছে আগুন লাগে পুরীগামী (Puri)ট্রেনটিতে। হু হু করে ধোঁয়া বেরতে থাকে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। তৎপরতার সঙ্গে আগুন(Fire) নেভানোর কাজ শুরু হয়।পাশাপাশি যাত্রীদের নিরাপদ ভাবে ট্রেন থেকে নামিয়েও আনা হয়।

আরো পড়ুন: Puri:সুখবর! ভক্তদের জন্য খুলে দেওয়া হল পুরীর জগন্নাথ দেবের মন্দির

কিন্তু কী করে চলন্ত ট্রেনে আগুন লাগল এই নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে।রেলের প্রাথমিক অনুমান, ট্রেনের প্যান্ট্রি কার থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত । উল্লেখ্য: শনিবার সকালে গান্ধীধাম-পুরী এক্সপ্রেসে আগুন লাগে। আনুমানিক সকাল ১০ টা ৩৫ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে রেল সূত্রে খবর। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

মহারাষ্ট্রের (Maharashtra) নান্দুবার স্টেশনের কাছে পৌঁছতেই হঠাৎ ট্রেনের জানালা দিয়ে  ধোঁয়া বেরতে দেখা যায়। দমকল ও রেল আধিকারিকদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্যান্ট্রি কার থেকে ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন করা হয় বলেও জানা যায়। বিষয়টি নিয়ে তদন্ত করে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে বলেই জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফে।