Locket Chatterjee:মোদি- নাড্ডা-শাহদের সঙ্গে উত্তরাখণ্ডে স্টার প্রচারক সাংসদ লকেট

0
2

উত্তরাখণ্ডের ভোটের দায়িত্বে ছিলেন বাংলার সাংসদ লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee), এবার ভোটের তারকা প্রচারকদের তালিকায় সাংসদের নাম। যে তালিকায় নরেন্দ্র মোদি(Narendra Modi) থেকে শুরু করে জে পি নাড্ডা(J P Nadda), অমিত শাহ(Amit Shah), নীতিন গড়করিরা(Nitin Gadkari) রয়েছেন।



আরও পড়ুন:Kolkata Police: অনলাইন সচেতনতায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগ, পাসওয়ার্ড মনে করাবে টুথব্রাশ!

ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে উত্তরাখণ্ডের দলের দায়িত্ব পালন করছেন লকেট। প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর কিছুদিন আগে বৈঠক হয়। এবার নতুন দায়িত্ব। বাংলায় বিজেপির আকচা-আকচি থেকে লকেট এখন অনেকটাই দূরে। বিজেপির ক্ষোভ-বিক্ষোভ, গোষ্ঠী-উপগোষ্ঠী কোনও কিছুর মধ্যেই লকেট নিজেকে সম্পৃক্ত করেননি। তিনি সর্বভারতীয় রাজনীতিতে নিজেকে ডুবিয়ে রেখেছেন। সাফল্য পাচ্ছেন। খুশি নেতৃত্ব।