Covid Update:স্বস্তি দিয়ে ফের কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

0
12

স্বস্তি দিয়ে সামান্য হলেও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন। যা শুক্রবারের তুলনায় অনেকটাই কম।

আরও পড়ুন:Kolkata Police: অনলাইন সচেতনতায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগ, পাসওয়ার্ড মনে করাবে টুথব্রাশ!

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে, দেশের সংক্রমণের পাশাপাশি পজিটিভিটি রেটও অনেকটাই কমেছে। পাশাপাশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২০ লক্ষ ৪হাজার ৩৩৩ জন। যা আগের দিনের থেকে প্রায় ১ লক্ষ ১ হাজার কম।

তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৭১ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা বেশি। অতিমারি পর্বে এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯৩ হাজার ১৯৮ জন।