করোনার একের পর এক ভ্যারিয়েন্টের জেরে গোটা বিশ্ববাসী যখন জেরবার, তখন করোনার আরও এক স্ট্রেন চিন্তা বাড়াচ্ছে গবেষকদের। ডেল্টা, ওমিক্রন, বিএ.২ নিয়ে যখন আলোচনা চলেছে, সেই সময় নিওকভ-এর খোঁজ মিলল। করোনার এই স্ট্রেন অনেক বেশি প্রাণঘাতী। চিনের বেশ কয়েকজন গবেষক এবার এমনই ইঙ্গিত দিলেন। করোনার এই নয়া স্ট্রেনের উৎসস্থলও কি দক্ষিণ আফ্রিকা? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন গবেষকরা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা জুড়ে নিওকভের খোঁজ শুরু করেছেন গবেষকরা।
নিওকভ প্রসঙ্গে গবেষকরা জানান, করোনা ভাইরাসের নতুন এই স্ট্রেনের শক্তি অনেক বেশি। নিওকভ ছড়ালে আরও বেশি করে মৃত্যুর সংখ্যা সামনে আসতে পারে। করোনার এই স্ট্রেনের সংক্রমণের মাত্রা যেমন বেশি, তেমনি এটি প্রাণঘাতী বলেও জানান গবেষকরা। সার্স কভ ২-এর মতো শক্তিশালী করোনার এই ভ্যারিয়েন্ট বলে জানা যাচ্ছে। ২০১২ সালে সৌদি আরবে প্রথম সার্স কভ ২-এর অস্তিত্ব পাওয়া গিয়েছিল।
নিওকভ ছড়িয়ে পড়লে, প্রতি ৩ জনের মধ্যে একজনের মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করছেন গবেষকরা। তবে দক্ষিণ আফ্রিকায় নিওকভের খোঁজ মিললেও, তা মানুষের মধ্যে এখনও সংক্রমণ ছড়ায়নি। বাদুড়ের শরীরে মিলেছে এই স্ট্রেন। ভবিষ্যতে নিওকভের প্রভাব মানুষের শরীরে পড়বে কি না, তা নিয়ে চলছে গবেষণা এখন গবেষণা করছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.