Ashleigh Barty : ৪৪ বছরের খরা কাটালেন অ‍্যাশলে বার্টি, অস্ট্রেলিয়ান ওপেনের চ‍্যাম্পিয়ন হলেন তিনি

0
18

দীর্ঘ ৪৪ বছরের খরা কাটালেন অ‍্যাশলে বার্টি( Ashleigh Barty)। অস্ট্রেলিয়ান ওপেন ( Australian Open) চ‍্যাম্পিয়ন হলেন তিনি। শনিবার ফাইনালে তিনি হারালেন আমেরিকার ড্যানিয়েলে কলিন্সকে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৭-৬ (৭-২)। গোটা প্রতিযোগিতায় একটিও সেট হারালেন না বার্টি।

দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষা ভাঙলেন অ্যাশলে বার্টি। শেষ ১৯৭৮ সালে ক্রিস ও’নিল শেষ অজি টেনিস খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গলস খেতাব জিতেছিলেন। আর তারপর ২০২২ সালে জিতলেন বার্টি। টুর্নামেন্টের এক নম্বর বাছাই অ্যাশ বার্টি, ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখান। প্রথম থেকেই চাপে রাখেন প্রতিপক্ষ  প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলা কলিন্সকে। একসময়ে ৫-১ ফলে প্রথম সেটে এগিয়ে যান বার্টি। কিন্তু দুর্দান্ত লড়াই করে দুটি পয়েন্ট তুলে নেন কলিন্স। শেষ অবধি সেট পয়েন্ট হাসিল করেন বার্টি।

এরপর দ্বিতীয় সেটে দুর্দান্ত লড়াই চলে বার্টি-কলিন্সের মধ্যে। দ্বিতীয় সেটে কলিন্স এগিয়ে থাকলেও বার্টি দুর্দান্ত কামব্যাক করে সেট সমতায় আনেন, ৬-৬ করে দেন তিনি। যার জেরে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। আর সেখানে বাজিমাত করে দেন বার্টি।

শেষ অবধি ৬-৩, ৭-৬ (৭-২) ফলে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন বার্টি। আর এর জেরে ফরাসি ওপেন ও উইম্বলডনের পর অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন বার্টি।

আরও পড়ুন:Vishwanathan Anand: নতুন ভুমিকায় বিশ্বনাথন আনন্দ