DHONI: এই প্রথমবার আইপিএল নিলামে সিএসকের টেবিলে বসে বিড করবেন ধোনি

0
1

চলতি বছরের আইপিএলের মেগা নিলামের প্রায় দু’সপ্তাহ আগেই চেন্নাই পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার রাতে তিনি চেন্নাই সুপার কিংসের ডেরায় ঢুকে পড়েন। সিএসকে শিবির সূত্রে জানা গিয়েছে, মেগা নিলামের প্রস্তুতি নিতেই ধোনি চেন্নাইয়ে। শুধু তাই নয়, এই প্রথমবার আইপিএল নিলাম চলাকালীন ধোনিকে সিএসকের টেবিলে বসে বিড করতে দেখা যাবে।

আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসতে চলেছে এই মেগা নিলামের আসর। জানা গিয়েছে, নিলামে কোন কোন ক্রিকেটারদের নেওয়ার জন্য ঝাঁপানো হবে, তা নিয়ে সিএসকের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করে তালিকা তৈরি করবেন ধোনি। চেন্নাই সুপার কিংসের দলগঠনে বরাবরই বড় ভূমিকা পালন করে থাকেন ধোনি। তবে সেটা নেপথ্যে থেকে। তবে এবার তিনি নিলামে সক্রিয় ভূমিকা পালন করতে চলেছেন।

আরও পড়ুন-‘নতুন নীতিশাস্ত্র তৈরি করার আপনি কে?’ ধনকড়কে তোপ জাগোবাংলার সম্পাদকীয়তে

এদিকে ধোনি-সহ মোট চারজন ক্রিকেটারকে ধরে রেখেছে সিএসকে। বাকি তিনজন হলেন রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোযাড় ও মইন আলি। ধোনিকে নেওয়া হয়েছে ১২ কোটির বিনিময়ে। জাদেজা, মইন ও ঋতুরাজের জন্য খরচ হয়েছে যথাক্রমে ১৬, ৮ ও ৬ কোটি। ফলে ৫৮ কোটি টাকা হাতে নিয়ে নিলামে নামবে সিএসকে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে সবাই।