হালিশহরের কোনা মোড় জগন্নাথ ঘাটে জোরালো বিস্ফোরণ। একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। জখম হয়েছেন কয়েকজন।
বৃহস্পতিবার বিকেলে নৈহাটি থানার অন্তর্গত হালিশহর কোনা মোড় গঙ্গার ঘাটে হঠাৎই বোমা বিস্ফোরণ হয়। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জোরালো বিস্ফোরণের জেরে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন গঙ্গার ঘাটে।
বাসিন্দাদের দাবি, সেখানে গিয়ে তাঁরা দেখতে পান বিস্ফোরণে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে । বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- নির্দল প্রার্থী হয়ে গোয়ায় মনোনয়ন জমা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের পুত্র
ঘটনাস্থলে উপস্থিত হন নৈহাটি থানা এবং বীজপুর থানার
পুলিশ এবং ডিসি নর্থ শ্রীহরি পাণ্ডে। তদন্তের তদারকি
করতে রাতে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজ বর্মা। কী করে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, কোথা থেকে বোমা এল, তদন্ত করছে পুলিশ প্রশাসন। তবে বিস্ফোরণের জেরে ২০ ফুটের মতো গর্ত হয়ে গিয়েছে গঙ্গার ঘাটে।









































































































































