পথ দুর্ঘটনার কবলে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুক্রবার বেলঘরিয়ার রথতলায় বাইক চালিয়ে একটি কর্মসূচিতে যাওয়ার সময় বিটি রোডে ওই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে নিকটস্থ বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়।

আরও পড়ুন:নিউটাউনের রামকৃষ্ণ সেবা মিশনে রাঁধুনির ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
জানা গেছে, বিটি রোড দিয়ে যাওয়ার সময় একটি লরির সঙ্গে মদন মিত্রর বাইকের সংঘর্ষ হয়। ধাক্কার পরই বাইক নিয়ে মাটিতে পড়ে যান বিধায়ক। দুর্ঘটনার পর স্থানীয়রা বিধায়ককে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রের খবর,দুর্ঘটনায় কামারহাটির তৃণমূল বিধায়কের পায়ে সামান্য চোট লেগেছিল। তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু তারপরও তিনি তাঁর কর্মসূচিতে চলে যান।












































































































































