সকাল থেকে সারা কোচবিহার শহরকে আতঙ্কে রেখে অবশেষে বনদফতরের জালে ধরা পরল চিতাবাঘ। ঘুমপাড়ানি গুলির পর বাগে আনা যায় চিতাবাঘটিকে। কোচবিহারের বনদফতরের আধিকারিক সঞ্জিত সাহা জানান, চিতাবাঘটিকে (Leopard) খাঁচাবন্দি করা হয়েছে। ছাড়া হবে জলদাপাড়ার জঙ্গলে।
আরও পড়ুন: Fire: নিউ দিঘার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণভয়ে হোটেলের কার্নিশ বেয়ে ঝাঁপ পর্যটকদের
সাতসকালে ঘুম থেকে উঠে বাড়ির পিছনের উঠোনে চিতাবাঘ দর্শন। এমনটাই ঘটেছিল বৃহস্পতিবার সকালে কোচবিহার (Coochbehar) শহরের ৩ নম্বর ওয়ার্ডে কলাবাগানে। ঘুম চোখে শৌচাগার যাচ্ছিলেন মনোজ সরকার নামে ওই বাড়ির বাসিন্দা। হঠাৎ সামনে যা দেখেন তাতে ঘুম উড়ে যায় তাঁর। কারণ তখন বাড়ির উঠোনে ঘোরাফেরা করছে একটি চিতাবাঘ (Leopard)। এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের আধিকারিকরা। মোবাইল ক্যামেরায় চিতাবাঘের ছবি তুলতে স্থানীয়রা ভিড় করেন বাড়ির সামনে। পুলিশের তরফ থেকে এলাকায় মাইকিং করা হয়। জারি করা হয় ১৪৪ ধারা। এরপরেও পুলিশের ব্যারিকেড এড়িয়ে বাড়ির কাছে ভিড় করেন স্থানীয়রা। বাধ্য হয়ে পুলিশকে লাঠি উঁচিয়ে ছুটতে হয়৷ বনদফতরের উদ্ধারকারী দল বাড়িটির একটি ঘরে ঘিরে ফেলে চিতাবাঘটিকে। এরপরে দেওয়াল ফুটো করে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে আনা হয় চিতাবাঘটিকে।
লোকালয় থেকে দূরে একটি জঙ্গল আছে। সম্ভবত সেখান থেকেই এই চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়েছিল বলে অনুমান।