Sundar Pichai: পদ্ম সম্মানে ভূষিত গুগলের সিইও-র বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগ

0
3

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে উঠল কপিরাইট আইন ভঙ্গের অভিযোগ। বুধবার তাঁর বিরুদ্ধে মুম্বইয়ে FIR দায়ের করেন ছবির পরিচালক সুনীল দর্শন। শুধু সুন্দর পিচাই নন, এছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন:গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই ভর্তি হচ্ছেন এসএসকেএমের উডর্বান ওয়ার্ডে

সুনীল দর্শনের অভিযোগ, যদিও তিনি গুগলকে তাঁর ছবির কপিরাইট বিক্রি করেননি, তবুও তাঁর পরিচালিত ছবি ‘এক হাসিনা থি এক দিওয়ানা থা’ ইউটিউবে আপলোড করে দীর্ঘদিন ধরেই দেখানো হচ্ছে। মিলিয়ন ভিউ হয়েছে সেখানে। গুগলকে তিনি এই নিয়ে আগে বহুবার অভিযোগ জানিয়েছেন। কিন্তু তার কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাই শেষমেশ থানায় FIR দায়ের করতে বাধ্য হয়েছেন তিনি।

মুম্বই পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে সুন্দর পিচাই এবং বাকিদের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷

উল্লেখ্য,৭৩তম সাধারণতন্ত্র দিবসের আগেই পদ্মপ্রাপকদের তালিকায় ঘোষিত হয়েছে গুগলের সিইও সুন্দর পিচাই-এর নাম। পদ্মভূষণ পাচ্ছেন তিনি। আর কয়েক ঘন্টা যেতে না কপিরাইট লঙ্ঘনের মামলায় এফআইআর দায়ের হল তাঁর বিরুদ্ধে!