খানিকটা হলেও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে দেশের করোনা সংক্রমণ। বেশ কিছুদিন সংক্রমণ নিম্নমুখী থাকার পর মঙ্গলবার থেকে তিন লক্ষের নীচেই রয়েছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে দু’লক্ষ ৮৬ হাজার ৩৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে দৈনিক সংক্রমণের হার নিয়ে উদ্বেগ কমছে না। বুধবার করোনার দৈনিক সংক্রমণের হার ছিল, ১৬.১৬ শতাংশ। কিন্তু বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৯.৫৯ শতাংশ। তবে কমেছে মৃতের সংখ্যা।
আরও পড়ুন:Fire: নিউ দিঘার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণভয়ে হোটেলের কার্নিশ বেয়ে ঝাঁপ পর্যটকদের
পরিসংখ্যান বলছে, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র খানিকটা স্বস্তির খবর শোনালেও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণের রাজ্যগুলি। কেরল, কর্ণাটকে আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৭৩ জনের। এই সংখ্যাটা আগের দিনের তুলনায় খানিকটা কম। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯১ হাজার ৭০০ জন।
অন্যদিকে স্বস্তি দিয়ে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২২ লক্ষ ২ হাজার ৪৭২ জন। যা আগের দিনের থেকে প্রায় ২০ হাজার কম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৭৬ লক্ষ ৭৭ হাজার ৩২৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৩৫৭ জন।