বাবা হলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। মঙ্গলবার রাতে একপুত্র সন্তানের জন্ম দিলেন হেজেল কিচ। সোশ্যাল মিডিয়ায় জানালেন যুবরাজ।
মঙ্গলবার রাতে যুবরাজ টুইট করে লেখেন, “আমাদের সমস্ত অনুরাগী, পরিবার এবং বন্ধুদের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে আনন্দিত হচ্ছি যে, আমাদের পুত্রসন্তান হয়েছে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাদের এই খুশি দিয়েছেন। এবং আমাদের ছোট্ট সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানানোর জন্য গোপনীয়তা আশা করছি। হেজেল এবং যুবরাজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা।” একি পোস্ট করেন যুবরাজের স্ত্রী হেজেলও। যুবরাজের পুত্রসন্তান হওয়ার খবরে নেট দুনিয়ায় শুভেচ্ছার ঢল বয়ে যাচ্ছে।
❤️ @hazelkeech pic.twitter.com/IK6BnOgfBe
— Yuvraj Singh (@YUVSTRONG12) January 25, 2022
যুববরাজ এবং হেজেল নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিয়ে ২০১৫ সালের ১২ নভেম্বর বাগদান সেরে ফেলেছিলেন। আর তাঁরা বিয়ে করেন ২০১৬ সালের ৩০ নভেম্বর।
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস