দেশ জুড়ে পালিত হল ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। বুধবার একদিকে দিল্লির রাজপথে যখন বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে ঠিক তখনই ভারত ও পাকিস্তানের সীমান্ত ওয়াঘা-আটারিতেও রীতিমতো উৎসবের মেজাজে পালিত হল সাধারণতন্ত্র দিবস। প্রথা মেনে এবছরও ওয়াঘা-আটারি সীমান্তে, বিএসএফ ও পাকিস্তানি রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিনিময় হল।
উল্লেখ্য, ঐতিহ্যে মেনে এই বিশেষ দিনে ওয়াঘা-আটারি সীমান্তে বিএসএফ ও পাকিস্তানি রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিনিময় হয়। কিন্তু গত বছর সীমান্তে ২৬ জানুয়ারির দিন করোনার জন্য তা হয়নি। যদিও এইবছর সেই দৃশ্য আবারও দেখা গেল। পাকিস্তানি রেঞ্জার্সরা সীমান্তে বিএসএফ আধিকারিকদের সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তাও জানান।
প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবস ছাড়াও স্বাধীনতা দিবস, ঈদ, দোলের মতো বিশেষ অনুষ্ঠানে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পাকিস্তানের রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি আদান-প্রদান করার রীতি প্রচলিত রয়েছে। তবে গত কয়েক বছরে মূলত কাশ্মীর সহ সন্ত্রাসবাদ ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি ঘটে।
আরও পড়ুন- Viral: সেলফি তুলে ৫ দিনেই কোটিপতি বাইশ বছরের ইন্দোনেশিয়ান তরুণ
যদিও সম্প্রতি পাকিস্তান তাদের প্রকাশিত জাতীয় নিরাপত্তা নীতিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, অন্যান্য প্রতিবেশী দেশের মতো ভারতের সঙ্গেও তারা আগামী দিনগুলোতে শান্তির সহাবস্থান চায়। এরপর ২৬ জানুয়ারি উপলক্ষ্যে বিএসএফ ও পাকিস্তানি রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিনিময়
বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।










































































































































