Narendra Modi: প্রজাতন্ত্র দিবসে জন্টি রোডস, গেইলকে শুভেচ্ছাবার্তা নরেন্দ্র মোদির

0
3

জন্টি রোডস( Jonty Rhodes) ক্রিস গেইলকে(Chris Gayle) প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi)। জন্টি রোডস, ক্রিস গেইলের ভারতের প্রতি ভালোবাসার কথা সবাই জানে। এমনকি ভারতকে ভালোবেসে জন্টি রোডস তাঁর মেয়ের নাম রেখেছেন ইন্ডিয়া। জন্টি রোডস এবং গেইলের ভারত প্রেমের প্রতি সম্মান জানাতেই প্রজাতন্ত্র দিবসে তাদেরকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।

এদিন মোদির জন্টি রোডসকে টুইট করে লেখেন,” আপনাকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এবারের ২৬ জানুয়ারি ভারতের জন্য বিশেষ, কারণ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। ভারতের প্রতি আপনার ভালবাসা সম্পর্কে আমরা অবগত। নিজের মেয়ের নাম আপনি ভারতের নামে রেখেছেন। দুই দেশের ভাল সম্পর্কের দূত আপনি।”

উত্তরে জন্টি রোডস পাল্টা টুইট করে ধন‍্যবাদ জানান নরেন্দ্র মোদিকে। টুইটে রোডস লেখেন, “ধন্যবাদ নরেন্দ্র মোদি। যতবার ভারতে গিয়েছি, ততবার নিজেকে নতুন ভাবে চিনেছি। ভারতের সঙ্গে আমার গোটা পরিবার প্রজাতন্ত্র দিবস পালন করেছি।”

জন্টির পাশাপাশি গেইলও শুভেচ্ছাবার্তা পেয়েছেন মোদির। যা পেয়ে আপ্লুত ক‍্যারিবিয়ান কিংবদন্তি। তিনি বলেন যে, বুধের সকালে তাঁর ঘুম ভেঙেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত মেসেজে। ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে গেইল টুইটারে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এদিন গেইল টুইটারে লিখেছেন, “ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে আমার শুভেচ্ছা রইল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত মেসেজে আমার ঘুম ভেঙেছে। এই বার্তাই আবার প্রমাণ করে দিল যে, তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের কথা। ভারতের মানুষও আমার খুব কাছের। ইউনির্ভাস বসের শুভেচ্ছা ও ভালবাসা রইল।”

আরও পড়ুন:Santosh Trophy: করোনার কারণে এবার স্থগিত করা হল সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড