আগামী ১৪ ফেব্রুয়ারি ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভার ভোট। সেই গোয়া বিধানসভা ভোটের জন্য মঙ্গলবার তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। তৃতীয় দফায় ছয় বিধানসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এ নিয়ে রাজ্যের ৪০ বিধানসভা আসনের মধ্যে তিন দফায় ২৪ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হলো। এর মধ্যে উল্লেখযোগ্য নাম হল জয়েশ শেটগাঁওনকার যিনি দলের যুব কমিটির সভাপতি। ভোটের প্রার্থীতালিকা প্রকাশ ও জনসংযোগের পাশাপাশি গোয়ায় যোগদান কর্মসূচিও অব্যাহত। এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন কাকোলিমের প্রাক্তন চেয়ারপার্সন পানজি কুটিনহো। এছাড়া প্রাক্তন আপ নেতা সুহাস নায়েক যোগ দিলেন তৃণমূলে।

আরও পড়ুন- Online Game: অনলাইন গেমে বাড়ছে মৃত্যু, কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার





 
 
 
 
 
 
 
 































































































































