Sc EastBengal: ডার্বির আগে লাল-হলুদে নতুন বিদেশি

0
1

স্প‍্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিসকো হোসে সোটাকে (Francisco José Sota) সই করাল এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। মঙ্গলবার এমনটাই জানান হল লাল-হলুদের পক্ষ থেকে। স্লোভাকিয়ান মিডফিল্ডার আমির ডেরিসেভিচের ( Amir Dervisevic) জায়গা স্বল্প দিনের চুক্তিতে এলেন ফ্রান্সিসকো। থাকবেন মরশুমের শেষ পর্যন্ত। ডার্বির আগে ফ্রান্সিসকোকে সই করিয়ে মাঝমাঠে শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল।

লাল-হলুদে যোগ দিয়ে ফ্রান্সিসকো বলেন,” আমি এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে খুশি হয়েছি। ভারতের অত্যন্ত বড় ফুটবল ক্লাব এটি। আমি ক্লাবের ইতিহাস জানি। বিরাট ফ্যানবেস রয়েছে। আমার অভিজ্ঞতা ও ফুটবলের জ্ঞান দিয়ে সাহায্য করার চেষ্টা করব।”

আরও পড়ুন:Rafael Nadal: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নাদাল

 

এদিকে ইস্টবেঙ্গল মাঠে বসানো হল অত্যাধুনিক ডাগ আউট। ৫০ বছরের বেশি সময় ধরে যে ডাগ আউট ছিল, তা সরিয়ে নতুন ডাগ আউট বসল লাল-হলুদ মাঠে। মঙ্গলবার ডাগ আউট উদ্বোধন করার জন্য উপস্থিত ছিলেন মহম্মদ নবি, অ্যালভিটো ডি’কুনহা, ভাস্কর গঙ্গোপাধ্যায়, মিহির বসু, বিকাশ পাঁজি, মেহতাব হোসেনরা।