অস্ট্রেলিয়ান ওপেনের ( Australian Open) সেমিফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন কানাডার ডেনিস শাপোভালভকে। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৪, ৪-৬, ৩-৬ এবং ৬-৩ । এই জয়ের ফলে সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন তিনি।

এই জয়ের পর নাদাল বলেন,” আমি আজ পুরোপুরি বিধ্বস্ত। অত্যন্ত কঠিন একটা দিন গেল আজ। তারওপর এখানে প্রচণ্ড গরম। সত্যি বলতে আমি সেভাবে অনুশীলন করিনি। বলতে পারি যে, আজ ভাগ্য আমার সঙ্গ দিয়েছিল।শাপোভালোভের মতো একজন খেলোয়াড় সঙ্গে খেলা অন্তত কঠিন। ও যেমন প্রতিশ্রুতিবান, তেমনই আগ্রাসী টেনিস খেলে। আমার বয়স আর ২১ নয়! সত্যি বলতে সেমিফাইনালের আগে দু’দিনের ব্রেক আমার জন্য অত্যন্ত দরকার। তবেই আমি ম্যাচের জন্য প্রস্তুত হতে পারব। আমার নড়াচড়া বলে দিয়েছে যে, আমি শারীরিক ভাবে ফিট আছি। আমার জন্য এটা একটা ভাল পরীক্ষা ছিল।”












































































































































