মহারাষ্ট্রে (Maharashtra) মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ৭ জন ডাক্তারি পড়ুয়ার। মৃতদের মধ্যে এক বিজেপি (BJP) বিধায়কের ছেলেও রয়েছেন। গতকাল, সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:Winter: কনকনে ঠান্ডার দাপটে কাঁপছে উত্তর ভারত, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি পাঁচ রাজ্যে

পুলিশ সূত্রে খবর, ওয়ার্ধা থেকে দেওলি অভিমুখে যাচ্ছিল গাড়িটি। সেই সময় সেলসুরার কাছে একটি সেতুর উপর থেকে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় গাড়িটি। মৃত্যু হয় গাড়িতে থাকা সাতজনেরই। তাঁরা সকলেই সাওয়াঙ্গি মেডিক্যাল কলেজের পড়ুয়া। এঁদের মধ্যে ছিলেন মহারাষ্ট্রের তিরোরার বিজেপি বিধায়ক বিজয় রাহাংদালের পুত্র আবিষ্কার রাহাংদালে। বাকি ছয় মৃত ডাক্তারি পড়ুয়া হলেন,
পবন শক্তি, নীরজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও শুভম জয়সওয়াল।


এনন দুর্ঘটনার খবরে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) শোকপ্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
 
 
 
 
 
 
 
 
 
 
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































