টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) সোনার পদকজয়ী নীরজ চোপড়ার ( Neeraj Chopra) মুকটে নয়া পালক। এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন দেশের এই জ্যাভলিন তারকা। ৯ জন ক্রীড়াবিদ পাচ্ছেন পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মান। পরম বশিষ্ঠ সেবা পদকও (Param Vishisht Seva Medal) পেতে চলেছেন নীরজ। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস গড়েছেন নীরজ। বুধবার দেশের ৭৩ তম সাধারণতন্ত্র দিবসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে দেবেন বীরতা পুরস্কার।

এদিকে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে সম্মানিত হলেন প্যারালিম্পিয়ান দেবেন্দ্র ঝাঝারিয়া। নীরজ চোপড়ার পাশাপাশি এবার পদ্মশ্রী হয়েছেন আরও ৮ জন ক্রীড়াবিদ।

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশ করা হয় পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী প্রাপকদের তালিকা। ৪ জন পদ্মবিভূষণ প্রাপকের তালিকায় কোনও ক্রীড়া ব্যক্তিত্ব নেই। ১৭ জন পদ্মভূষণ প্রাপকদের তালিকায় রয়েছেন একা দেবেন্দ্র। তবে ১০৭ জন পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন ৯ জন ক্রীড়াবিদ।
আরও পড়ুন:Sc EastBengal: ডার্বির আগে লাল-হলুদে নতুন বিদেশি











































































































































