নৃশংস! কিশোরকে পিটিয়ে মারল যোগীর পুলিশ

0
2

মোবাইল ফোন চুরির সন্দেহে এবার কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারল যোগীর পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর (Lakhimpur) খেরির (Kheri)।

উল্লেখ্য, কয়েক মাস আগে এই লখিমপুর খেরিতেই কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর (Minister Ajay Mishra) ছেলে আশিস মিশ্রর (Asish Mishra) গাড়ির চাকায় পিষে মৃত্যু হয়েছিল চার কৃষকের। সেই ঘটনার রেশ মেলানোর আগেই ফের অশান্ত হয়ে উঠল লখিমপুর (Lakhimpur)। মৃত ওই কিশোরের দিদি জানিয়েছেন, কয়েকদিন আগে একটি ফোন চুরির অভিযোগে তাঁর ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। তবে কয়েক ঘণ্টা পর তাঁর ভাই বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে। ওই কিশোর জানায় থানায় পুলিশ তাকে বেধড়ক মেরেছে। তার সারা শরীরে ছিল লাঠির আঘাতের স্পষ্ট চিহ্ন। কিছুক্ষণের মধ্যেই তাঁর ভাই জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে কিছুক্ষণের মধ্যেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়।

আরও পড়ুন: জানুয়ারিতে এবার রেকর্ড বৃষ্টি দিল্লিতে, জারি শৈত্যপ্রবাহের সর্তকতা

ওই কিশোরের মৃত্যুর ঘটনা (Uttar Pradesh) প্রকাশ্যে আসতেই তার পরিবার এবং গ্রামবাসীরা অভিযুক্ত পুলিশ আধিকারিকদের উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন।