আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (UP Assembly Election) নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। ভোটের আগেই বিজেপি (BJP) ছেড়ে একাধিক বিধায়ক-নেতা ধরছেন অখিলেশ যাদবের (Akhilesh Yadav)। বিজেপি বিরোধী শক্তিকে এককাট্টা করতে কোনও কসুর বাদ দিচ্ছেন না সমাজবাদী পার্টি (SP) সুপ্রিমো অখিলেশ।
আরও পড়ুন:প্রাতর্ভ্রমণের জন্য খুলে গেলো ভিক্টোরিয়া মেমোরিয়াল গেট
ইতিমধ্যেই বিজেপি বিরোধীদের অনেকেই যোগ দিচ্ছেন সপা শিবিরে। রবিবারও দলে এলেন উত্তরপ্রদেশ রাজনীতির তিন পরিচিত মুখ। দেশের সবচেয়ে লম্বা মানুষ ধর্মেন্দ্র প্রতাপ সিং (Dharmendra Pratap Singh) ও বেরিলির দুই কংগ্রেস নেতা। ভারতের ‘টলেস্ট ম্যান’ (Tallest Man of India) হিসাবে পরিচিত প্রতাপনগরের ৮.১ ফুট লম্বা ধর্মেন্দ্র প্রতাপ আনুষ্ঠানিকভাবে সপায় যোগ দিয়েছেন।
৪৬ বছরের ধর্মেন্দ্র প্রতাপ বলেন, ‘‘অতিরিক্ত লম্বা হওয়ার কারণে আমাকে অনেক সময় সমস্যায় পড়তে হয়। কিন্তু সবাই আমাকে উচ্চতার কারণেই চেনে। বাইরে বেরলে কখনও কখনও নিজেকে সেলিব্রিটি মনে হয়।’’ বেরেলির প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রবীন সিং, প্রাক্তন মেয়র সুপ্রিয় অ্যারন, আগ্রার বিজেপি বিধায়ক জিতেন্দ্র ভার্মাও যোগ দিয়েছেন অখিলেশের দলে। সব মিলিয়ে উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে বদ্ধপরিকর বিরোধীরা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.