হাইকোর্টে খারিজ হয়ে গেল রাজ্যের ট্যাবলো মামলা (Tablo Case)। যার নিট ফল এবারের সাধারণতন্ত্র দিবসে লাল কেল্লায় থাকছে না বাংলার নেতাজি কে নিয়ে তৈরি ট্যাবলো। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজির ট্যাবলো বাতিলের সিদ্ধান্তের পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও কেন্দ্রের সিদ্ধান্তে বদল হয়নি। এর পর গত বৃহস্পতিবার আইনজীবী রমাপ্রসাদ সরকার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই মামলারই শুনানি হয়েছে সোমবার। মামলাকারী প্রশ্ন তুলেছেন, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন নেতাজি ট্যাবলো বাতিল করা হল ? সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, অনুষ্ঠানের বাকি মাত্র এক দিন, তাই মামলার (Tablo Case) রায় দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন – সাক্ষাতের সময় চেয়ে শাহ-নাড্ডার দরবারে জয়প্রকাশ-রীতেশ
রাজ্যের তরফে যে ট্যাবলো পাঠানো হয় তা বাতিল করে দেয় মোদি সরকার। কিন্তু কি কারণে বাতিল হল ? কি ছিল সেই ট্যাবলোতে ? এবার রাজ্য থেকে যে ট্যাবলো পাঠানো হয়েছিল তাঁর বিষয় ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজির ভূমিকা এবং কর্মকাণ্ড তুলে ধরতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যবলোর জায়গা না পাওয়াকে রাজনৈতিক দূরভিসন্ধি বলেই মনে করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়আগেই বলেছিলেন, “বাংলার কৃষ্টি-সংস্কৃতির পক্ষে কেন্দ্রের এই সিদ্ধান্ত অসম্মানজনক। আমরা কেন্দ্রের কাছে ফের আবেদন জানাব, যাতে নেতাজিকে নিয়ে বাংলার ট্যাবলো কুচকাওয়াজে জায়গা পায়।”





























































































































