স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ পড়ুয়াদের

0
3

কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) চত্বরে বিক্ষোভ পড়ুয়াদের। তাঁদের দাবি, মাস্টার্সে আসন বাড়ানো হোক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (Police)।

বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধি নিয়ে উপাচার্য তাঁদের সঙ্গে কথা বলার আশ্বাস দেওয়ার পরেও তাঁদের সঙ্গে কথা বলেননি। এই কারণে সোমবার সকালে উপাচার্যের সামনেই বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: নৃশংস! কিশোরকে পিটিয়ে মারল যোগীর পুলিশ

বিক্ষোভরত পড়ুয়াদের দাবি সম্পর্কে উপাচার্যর এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) পুলিশ ঢোকাচ্ছেন। তাঁদের ওপর পুলিশ বলপ্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ পড়ুয়াদের।

বিক্ষোভকারীদের দাবি, স্নাতক স্তরে ভালো ফল করা সত্ত্বেও তাঁরা এমএ (MA), এমএসসি (Msc), এমকম (MCom)-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। এই কারণে স্নাতকোত্তরে আসন বাড়ানোর দাবি জানিয়েছেন পড়ুয়াদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা। বিশাল পুলিশ বাহিনী রয়েছে সেখানে।