দয়া করে ভামিকার ( Vamika) ছবি তুলবেন না। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় আর্জি করলেন বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে অর্ধশতরান করার পরই গ্যালারির দিকে তাকিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন বিরাট। তখনই ক্যামেরাবন্দী হন অনুষ্কার কোলে থাকা ভামিকা। যেখানে দেখা যায় মা অনুষ্কা শর্মার কোলে বিরাট কন্যা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি। আর সোমবার সকালে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি প্রকাশ করেন বিরুষ্কা জুটি। সেখানে তাঁরা অনুরোধ করেন ভামিকার ছবি প্রকাশ্যে না আনতে।

এদিন সোশ্যাল মিডিয়ায় বিরাট এবং অনুষ্কা লেখেন,” আমরা জানতে পেরেছি যে গতকাল আমাদের মেয়ের ছবি তোলা হয়েছে এবং তা সোশ্যাল মিডিয়ায় বহুবার শেয়ার করা হয়েছে। প্রত্যেককে জানাতে চাই যে, আমরা এই ঘটনা সম্পর্কে একেবারেই জানতাম না এবং ক্যামেরা যে আমাদের দিকে করা রয়েছে সেটাও বুঝতে পারিনি। এই বিষয়ে আমাদের অবস্থান এবং অনুরোধ এখনও একইরকম। আমরা খুশি হব যদি ভামিকার ছবি তোলা বা প্রকাশ না করা হয়। কারণটা আমরা আগেই জানিয়েছিলাম। ধন্যবাদ।”

গতকালই প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান করার ভামিকার দিকে তাকিয়ে উচ্ছাস প্রকাশ করেন কোহলি। আর তখনই ক্যামারাবন্দী হয় বিরাট কন্যা ভামিকা।
আরও পড়ুন:Rahul Dravid: অধিনায়ক কেএল রাহুলের পাশে দ্রাবিড়, বললেন সময় দিতে হবে রাহুলকে











































































































































