এবার মিশরের এক ভক্তকে উপহার পাঠালেন শাহরুখ!

0
3

এবার মিশরের এক ভক্তকে উপহার পাঠালেন শাহরুখ খান (Shah Rukh Khan)। জানালেন ধন্যবাদ। কিন্তু সেই ভক্ত কী এমন করলেন যে তাঁকে উপহার পাঠালেন ‘বাদশা’?

বছরের শুরুর দিকে ভারতীয় অধ্যাপক অশ্বিনী দেশপাণ্ডে টুইট করে বলেন, তাঁকে মিশর যেতে সাহায্য করেছিলেন সেখানকারই এক গাইড। প্রযুক্তিগত সমস্যার কারণে তাঁকে টাকা পাঠাতে পারছিলেন না অশ্বিনী। ঠিক তারপরেই মিশরীয় ব্যক্তি তাঁকে বলেন, শাহরুখ খানের দেশের নাগরিক হওয়ায় অশ্বিনীর উপরে ভরসা রাখছেন তিনি। তার পর কোনও দ্বিধা না করেই অধ্যাপকের টিকিটের বন্দোবস্ত করে দেন ওই গাইড।

আরও পড়ুন-Uttar Pradesh BJP: প্রচারে যাওয়া উপমুখ্যমন্ত্রীকে ‘চোর’ বলে দোর বন্ধ করলেন ক্ষুব্ধ মহিলারা

মিশর পৌঁছে সেই ব্যক্তির সঙ্গে দেখা করেন ভারতীয় অধ্যাপক অশ্বিনী। ছবি তোলেন তাঁরা। ছবিটি টুইট করে শাহরুখের উদ্দেশে অধ্যাপক লেখেন, ‘যদি শাহরুখ খান (Shah Rukh Khan) ওঁর মেয়ের নামে নিজের সই করা একটি ছবি পাঠান, তা হলে উনি খুবই খুশি হবেন।’

টুইটটি দেখার পরেই শাহরুখের সহকারী যোগাযোগ করেন ভারতীয় অধ্যাপকের সঙ্গে। মিশরীয় ভক্তের জন্য তাঁর কাঙ্ক্ষিত উপহার পাঠান কিং খান। সহ-নাগরিককে সাহায্য করার জন্য ধন্যবাদও জানিয়েছেন ওই গাইডকে।