Sexual Harassment: ঢাকায় ট্রান্সজেন্ডার বিউটি ব্লগারকে নির্যাতন; গ্রেফতার ৩

0
1

খায়রুল আলম , ঢাকা

রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ডেকে ট্রান্সজেন্ডার বিউটি ব্লগার সাদ মুআকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড ব্যাটালিয়ন (র‌্যাব)।

গত শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলা করেন বিউটি ব্লগার সাদ মুআ। এছাড়াও তার অফিশিয়াল ফেসবুক পেজেও তিনি ঘটনার বিবরণ পোস্ট করেছেন। ওই মামলার পরিপ্রেক্ষিতেই ঘটনার মূল অভিযুক্ত ইশতিয়াক আমিন ফুয়াদ ওরফে সানি, সায়মা শিকদার নিরা ও রিশুকে রোববার ভোরে রাজধানীর ফার্মগেট ও মহাখালী থেকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার একটি দল।

ওই ব্লগারের অভিযোগ, চারদিন আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে একজন নারী ও একজন পুরুষের সাথে দেখা করেন তিনি। তারা তাকে দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানান। কিন্তু ওই দুজনের বাড়িতে যাওয়ার পর তারা তাকে আটকে রাখেন এবং নির্যাতন করেন। এসময় তার সাথে থাকা মোবাইল ফোন এবং ব্যাগও ছিনিয়ে নেন তারা।

সাদ মুআ বিউটি ব্লগার হিসেবে পরিচিত। মেকআপ টিউটোরিয়ালসহ বিউটি কেয়ারের নানা ধরনের ভিডিও কনটেন্টের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত তিনি।

আরও পড়ুন- ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন মোদির, ‘মূর্তি রাজনীতি’ কটাক্ষ তৃণমূলের