সাধারণতন্ত্র দিবসের মহড়ার ভিডিও নিয়ে সরাসরি মোদি-শাহকে নিশানা মহুয়া

0
1

সাধারণতন্ত্র দিবসের (Republic Day) ভিডিও নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (HM Amit Shah) নিশানা করলেন তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেশের ৭৩তম সাধারণতন্ত্র দিবসের সশস্ত্র বাহিনীর মহড়ার কিছু মুহূর্ত ছিল। সেই পোস্টটিতে ই-সিট বুক করার জন্য আহ্বান জানানো হয়েছিল। ক্যাপশনে লেখা ছিল, কী দৃশ্য! এই ভিডিও নিশ্চিতভাবেই লোম খাড়া করে দেবে।

আরও পড়ুন-ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি উদ্বোধন মোদির, ‘মূর্তি রাজনীতি’ কটাক্ষ তৃণমূলের

ভিডিওতে দেখা যাচ্ছে বাজনার তালে তালে বন্দুকে তালি দিচ্ছেন দেশের জওয়ানরা। তা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া।

কেন্দ্রীয় সরকারের এই পোস্টটি শেয়ার করে মহুয়া (Mahua Moitra) লেখেন, লোম খাড়া হওয়া তো দূরের কথা। এই ভিডিওটি আমাকে অসুস্থ করে তোলে। মর্যাদাহানি করা হয়েছে। মোদি-শাহের সংবেদনশীলতা/রুচি এবার সশস্ত্র বাহিনীকেও ছুঁয়ে গেল।