এএফসি মহিলা এশিয়ান কাপে ( AFC Asian cup) বড় ধাক্কা ভারতীয় দলে ( India Team)। করোনায় (Corona) আক্রান্ত ভারতীয় মহিলা দলের মোট ১৩ জন ফুটবলার। যার ফলে রবিবার চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে ম্যাচে নামতেই পারল না ভারতের মেয়েরা।

এদিন ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চাইনিজ তাইপেই দল এলেও করোনা সংক্রমণের কারণে নামতে পারেনি ভারতের প্রমিলা ব্রিগেড। আর এর পরই প্রশ্ন উঠছে যে, তবে কি এশিয়ান কাপ ছিটকে গেল ভারতের মেয়েরা?

এএফসির নিয়মের ৪.১ ধারায় স্পষ্ট লেখা রয়েছে, যদি কোনও কারণে কোনও দল ম্যাচের আগে ১৩ জন ফুটবলার না নামানোর অবস্থা থাকে, তাহলে সেই দলটি ম্যাচে অংশ নিতে পারবে না। এবং এর ফলে সেই দলটিকে ম্যাচ না হওয়ার জন্য দায়ী করা হবে। এবং তাদের সংশ্লিষ্ট টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার জন্য ধরে নেওয়া হবে। তবে ৪.১ ধারায় এটিও রয়েছে, যদি কোনও ব্যতিক্রমী ঘটনা ঘটে বা বাতিল হওয়া ম্যাচটি যদি এএফসির সূচিতে ব্যাঘাত না ঘটিয়ে অন্য কোনও তারিখে আয়োজন করা যায়, তখন এএফসি কম্পিটিশন কমিটি সেই দলটিকে ব্যতিক্রম ধরে ম্যাচটি পুনরায় আয়োজন করে দিতে পারে। ফলে এখনও অবধি ঠিক নয়, আদৌ ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া হবে কিনা।











































































































































