মাঘের শুরুতে ভালোই ব্যাটিং করছিল শীত । কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। শনিবার সকাল থেকেই মুখভার আকাশের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। উপকূলবর্তী জেলা এবং নদিয়া ও মুর্শিদাবাদে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি। পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টিও হতে পারে। দার্জিলিং, কালিম্পঙের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারেও কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্যের। ফের শীতের আমেজ উপভোগ করবেন রাজ্যবাসী।

আরও পড়ুন:Priyanka Chopra: মধ্যরাতে খুশির খবর শোনালেন প্রিয়াঙ্কা- নিক
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন।শুক্রবারের মতো শনিবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।
আজ সকাল থেকেই আকাশে রোদের দেখা মেলেনি । আবহাওয়া দফতর জানিয়েছে, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে অন্য জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার,জলপাইগুড়ি এবং কোচবিহারেও।


































































































































